ঘুরে আসুন অরণ্যঘেরা হাতিবাড়ি
শাল গাছের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা, তার মধ্যেই মাঝেমাঝেই ভেসে আসা বৃংহণ শরীরে শিহরণ জাগায়।
কোথায় থাকবেন?
হাতিবাড়িতে সবচেয়ে ভাল থাকার জায়গা বনদপ্তরের বনবাংলো। খাওয়াদাওয়ার বন্দোবস্তও এখানেই। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ভাড়া ২৫০০ টাকা।
কী করে যাবেন?
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝাড়গ্রাম প্রায় ১৮৮ কিলোমিটার দূরে।
ট্রেনে যেতে হলে, হাওড়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এক্সপ্রেস ও লোকাল ট্রেন আছে। ট্রেনে কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছাতে সময় লাগে কম পক্ষে আড়াই ঘণ্টা।
সড়কপথে যেতে চাইলে, কলকাতা থেকে ৬ নং জাতীয় সড়ক (মুম্বই-কলকাতা মহাসড়ক) ধরে ঝাড়গ্রামে পৌঁছাতে সময় লাগে ঘণ্টা চারেক। ঝাড়গ্রাম শহর থেকে সড়কপথে গোপীবল্লভপুর ৪২ কিলোমিটার। গোপীবল্লভপুর থেকে সড়কপথে ২২ কিমি পথ এগোলেই হাতিবাড়ি । তবে রাস্তা বেশ ভাল। তাই সড়কপথে গেলেও বিশেষ অসুবিধা হওয়ার ক
0 মন্তব্যসমূহ